1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

মধ্যরাতে ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত গাড়ি, প্রাণে বাঁচলেন চিত্রনায়ক বাপ্পী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। রোববার (১ জুন) রাত ১২টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে বাপ্পী নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাপ্পীর গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।

নায়ক বাপ্পী চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’

এদিকে শাহিন সুমন পরিচালিত বাপ্পী চৌধুরী অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এ ছবির গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে। এর শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে।

সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট