1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

শিল্পীদের কখনই রাজনীতি করা উচিত না: বাপ্পারাজ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র ও জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ বলেন, “শিল্পীদের কখনোই রাজনীতিতে জড়ানো উচিত নয়। রাজনীতি করতে হলে সেটা একটি সম্পূর্ণ আলাদা ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত। পেশাদার অভিনেতা অবস্থায় রাজনীতিতে নামলে, সেখানে স্বার্থের সংঘর্ষ তৈরি হয় এবং অন্যের সুবিধার জন্য শিল্পীদের ব্যবহার করা হয়।

রাজনীতিতে শিল্পীদের সম্পৃক্ত হওয়া নিয়ে নিজের মত স্পষ্ট করে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা উচিত। একইসঙ্গে দুই জগতে থাকলে সুযোগ নেওয়ার প্রবণতা আসে। অনেকেই সেই ফাঁদে পড়ে বিপদে পড়েছেন।”

অভিজ্ঞতা তুলে ধরে বাপ্পারাজ বলেন, “আমি কোনো দলের সঙ্গে কখনো জড়াইনি, জড়াবও না। দাওয়াত পেলে অনুষ্ঠানেও গেছি—আওয়ামী লীগ, বিএনপি, সবার। কিন্তু কোনো সুবিধা নিতে চাইনি, কেবল নিজের পেশাগত কাজটাই করেছি। এজন্যই কখনো প্রশ্নবিদ্ধ হইনি।”

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে বাপ্পারাজ বলেন, “কিছু লোক যুক্ত হওয়ার পর সংগঠনটি যেন কোনো দলের চাটুকার হয়ে উঠেছিল। বাইরের লোকদের নিয়ে মালা পরানো হতো, শিল্পীদের দিয়ে ছবি তোলা হতো। এসব তোষামোদি আসলে নিজের স্বার্থ রক্ষার খেলা। শিল্পীদের জন্য এটা অপমানজনক।”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট