1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ জুন) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন এই অজি অলরাউন্ডার।

আজ সোমবার দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল জানিয়েছেন, অনেক আগে থেকেই ভেবেছেন ছেড়ে দেবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলিকে ফেব্রুয়ারিতেই বলেছিলেন, ‘আমি তখন (চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে) তাকে বলেছিলাম, আমাকে দিয়ে মনে হয় (২০২৭ বিশ্বকাপ খেলা) হবে না।’ পরে জানান আনুষ্ঠানিক ঘোষণা।

অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ ১৩ বছরের যাত্রায় বহুস্মৃতি জমা করেছেন ম্যাক্সওয়েল। অজিদের হয়ে অভিষেকও হয়েছিল ওয়ানডেতে। থামার আগে ১৪৯ ওয়ানডেতে ৩৯৯০ রান ঝুলিতে পুরেছেন ম্যাক্সি। ৩৬ বর্ষী জিতেছেন একাধিক বিশ্বকাপ। অস্ট্রেলিয়া দলের অন্যতম খেলোয়াড়ও ছিলেন। ব্যাটিংয়ে ১৩৬ ইনিংসে ৩৩.৮১ গড়ে করেছেন চার হাজারের মতো রান। আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ঐতিহাসিক সেই একাই দুশ (২০১*) রানের ইনিংস। ৪টি সেঞ্চুরি ছাড়াও ম্যাক্সির ঝুলিতে আছে ২৩টি ফিফটি।

বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ম্যাক্সওয়েল। নামের পাশে যোগ হয়েছে ৭৭ উইকেট। এবার ছাড়ছেন এই ফরম্যাট, ‘ওয়ানডে ছাড়ার সিদ্ধান্তটি সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম কয়েকটি ম্যাচের পরই নিয়ে নিয়েছিলাম।’

সময় থাকতেই ছেড়ে দিয়েছেন ম্যাক্সি। ছাড়ার আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তরুণদের জন্য জায়গা ছাড়ার কথা বলেছেন, ‘আমার জায়গায় কাকে খেলানো হবে, তা নিয়ে ভাবার এটাই সঠিক সময়। তারা নিজেদের প্রস্তুত করতে এবং ২০২৭ বিশ্বকাপে নিজেদের যোগ্য করে তুলতে সময় পাবে। আশা করছি, তারা এই ভূমিকায় লিড দেবে এবং সাফল্য পাবে।’

ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চান ম্যাক্সওয়েল। এমনকি প্রথম শ্রেনির ক্রিকেটও চালিয়ে যেতে চান এই অলরাউন্ডার। এছাড়া বিশ্বজুড়ে খেলে যেতে চান কুড়ি কুড়ির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট