1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে দেশে আসলেন শামিত সোম

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের মধ্যে দুইজন—ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরী—আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আরেক প্রবাসী তারকা শামিত সোম।

অবশেষে শামিতও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশে এসেছেন। আজ বুধবার ভোর ৫টায় ঢাকায় হয়রত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা।

তবে হামজা ও ফাহামিদুল খেললেও ভুটানের বিপক্ষে খেলবেন না শামিত। বেঞ্চে বসে ম্যাচ দেখবেন। আসলে এতদূর সফর করে এসে তার পক্ষে খেলা সম্ভবও না। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন কানাডা প্রবাসী এই ফুটবলার।

বাংলাদেশ দলের প্রথম ফুটবলার হলেন শামিত, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার এখন শুধুই বাংলাদেশের।

হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট