অগ্নি টিিভি প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ১৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফেজ আকরাম হুসাইন। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন।
সোমবার (২ জুন) মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কমিটিতে মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি ১১ জন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
আকরাম হুসাইন গত অর্ধযুগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে ও শিক্ষার্থীর স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া আদায়ের বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ।
সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎকালীন সরকার ও দলটির ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের নেতৃত্বে থাকা আকরাম কারাবরণও করেছেন।
আকরাম হুসাইন বলেন, সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তরের থানা পর্যায়ে এনসিপির কমিটি করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের শর্ত পূরণ কার্যক্রমের অংশ হিসেবেই সমন্বয় কমিটি করা হচ্ছে।