অগ্নি টিভি প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’
এসময় তিনি ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য উল্লেখ করে ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুড়ে যাবে বলে মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ না করলে বিএনপি বেশিদিন থাকবে না।