1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : AGNI TV :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে পিকআপচাপায় নারী নিহত, চালককে গণধোলাই

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ গাড়ির চাপায় জহুরা বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় এক সবজি বিক্রেতা আহত হয়েছেন। ঘটনার পরপরই জনতা পিকআপচালক জাকির হোসেনকে (২৭) গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মৃত জহুরা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জলিল মুন্সির মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে যাত্রাবাড়ীর করাটীতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বামী মো. নাসির জানান, আমার স্ত্রী রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাসায় যাওয়ার সময় দ্রুতগামী স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট