1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে তল্লাশি চালানো ব্যক্তিকে পাঠানো হলো কারাগারে

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার পপুলার গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে কক্ষে কক্ষে ঢুকে তল্লাশির ঘটনায় গ্রেপ্তার হওয়া কথিত হান্নান রহিম তালুকদারকে (৪১) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, চান্দগাঁও থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় আসামি হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত আগামীকাল (বুধবার) শুনানির তারিখ ধার্য করেছেন।

অভিযুক্ত হান্নান রহিম তালুকদার আনোয়ারা উপজেলার পরৈকোড়া হাজী কবির আহমদের বাড়ির হাজী মফজল আহমদের ছেলে। বর্তমানে তিনি চান্দগাঁও থানার খরমপাড়া ডিপুটি আবাসিক রোড এলাকায় থাকেন।

পুলিশ জানায়, গত ৫ জুন হান্নান রহিম তার সঙ্গীদের নিয়ে পপুলার গেস্টহাউজে গিয়ে সাংবাদিক সেজে বিভিন্ন কক্ষে অনধিকার প্রবেশ করে তল্লাশি চালানোসহ চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। এ অভিযোগে পপুলার গেস্টহাউজের কর্মরত জাকির হুসেন চান্দগাঁও থানায় মামলা করেন। এরপর ১৬ জুন রাত ১০টার দিকে হান্নানকে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।হান্নান রহিম নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও সিএসটিভি২৪-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকেন। একইসঙ্গে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হিসেবে পরিচয় দেন। ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকমাস আগে থেকে তিনি প্রেস ক্লাবের সদস্য বলে উল্লেখ করা শুরু করেছেন। তবে তার নাম কোনো স্বীকৃত সাংবাদিক সংগঠনের তালিকায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, হান্নান রহিমের বিরুদ্ধে আনোয়ারা থানায় ২০০৬ সালের ৯ জানুয়ারি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা হয়েছিল। ২০১৭ সালের ২০ এপ্রিল নগরের চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলা হয়েছে। ২০২১ সালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি নালিশি মামলা হয়েছিল।

অভিযোগ রয়েছে, হান্নান রহিম তার মালিকানাধীন দৈনিক চট্টগ্রাম সংবাদের স্টিকার লাগান বিভিন্ন রেজিস্ট্রেশনবিহীন গাড়িতে। এর বিনিময়ে তিনি মাসিক টাকা আদায় করে থাকেন। বিভিন্ন গাড়ি চালককে সংবাদকর্মী হিসেবে পরিচয়পত্র দিয়েছেন হান্নান রহিম। অতীতে একাধিকবার বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।এদিকে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে হান্নান হঠাৎ নিজেকে যুবদল নেতা দাবি করা শুরু করেন। নিজেকে দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। গ্রেপ্তারের পর হান্নান রহিমের সঙ্গে চট্টগ্রাম বিএনপির বিভিন্ন সিনিয়র নেতা, কয়েকজন পেশাজীবী নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে তোলা ছবি ফেসবুক আইডিতে দিয়ে নিজেকে জাহির করেন হান্নান রহিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট