1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

বুলবুল বিসিবির নতুন সভাপতি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক বুলবুল গতকাল বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। ফারুক আহমেদের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হন।

বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এনএসসি।

শুক্রবার বিকেলে পরিচালনা পর্ষদের সভায় এনএসসির মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয় বুলবুলকে। এরপর বোর্ডের অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

একই সভায় সহ-সভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম বুলবুল। জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময় ক্রিকেটে খেলেছেন তিনি। দেশের হয়ে ১৩টি টেস্টে ৫৩০ রান এবং ৩৯ ওয়ানডেতে ৭৯৪ রান খেলেছেন বুলবুল।

১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বুলবুল। দেশের ইতিহাসের প্রথম টেস্টেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি।

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ে লেভেল টু সম্পন্ন করে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলের সাথে যুক্ত হন বুলবুল।

এক যুগের বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন দায়িত্বে ছিলেন বুলবুল। সর্বশেষ আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে প্রথমে কাউন্সিলর ও পরে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে পরিচালকদের ভোটে ফারুক বিসিবির সভাপতি নির্বাচিত হন। ৯ মাস পর সেই মনোনয়ন বাতিল করে এনএসসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট