1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

সৌদি অধ্যায়ের ইতি টানছেন রোনালদো, বিশ্বকাপে খেলতে নজর ব্রাজিলে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চলতি মৌসুমে ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। ফলে এই প্রতিযোগিতায় খেলতে পারছেন না দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বিশ্বমঞ্চে খেলার আশায় ক্লাব পরিবর্তনের গুঞ্জন উঠেছে। আলোচনার কেন্দ্রে এখন ব্রাজিলের ক্লাব বোটাফোগো।

যে দলটি ক্লাব বিশ্বকাপে আছে। আছে ব্রাজিলের আরও তিন ক্লাব ফ্লুমিনেস, ফ্ল্যামেনগো এবং পালমেইরাস।

মার্কার প্রতিবেদনে এসেছে, রোনালদো ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। যদিও মার্কা ব্রাজিলিয়ান ক্লাবটির নাম প্রকাশ করেনি। তবে কয়েকটি গণমাধ্যমে এসেছে বোটাফোগোর নাম।

আসলেই কি রোনালদো বোটাফোগোতে নাম লেখাচ্ছেন? দলটির কোচ রেনাটো পাইভার কৌশলে জবাব দিলেন এমন প্রশ্নের। তার কথা, ‘যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো তারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। আমি শুধু প্রশ্নের উত্তরটা দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’

পাইভা জানালেন, রোনালদো তার ক্লাবে আসবেন কিনা এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন ক্লাবের আমেরিকান মালিক জন টেক্সটর।

এদিকে আল নাসরে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলগত সাফল্য হতাশাজনক। এবারের মৌসুম তারা শেষ করতে যাচ্ছে কোনো ট্রফি ছাড়াই। ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখতে যাওয়া রোনালদো এখনও আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

পাঁচবারে ব্যালন ডি’অরজয়ী তারকা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্য কোনো ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জন তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট