1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সমৃদ্ধা রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

সমৃদ্ধার বাবা মহানন্দ রায় বলেন, আমার মেয়ে স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বিকেলে তার মায়ের সঙ্গে গানের স্কুল থেকে বাসায় ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট