জেলা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি বিলে মাছ ধরার নৌকা থেকে দুই জেলের ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকালে মাঘান ইউনিয়নের পেরির চর গ্রামের পেরির বিল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন- পেরির চর গ্রামের পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ মিয়া (২০)। তারা উভয়ই বিভিন্ন নদ-নদী খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করতেন। পুলিশ ও পরিবারের ধারণা, গতকাল শুক্রবার রাত বা আজ ভোরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পেরির বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ধারণা করেছিল- হয়তো দূরে কোথাও মাছ ধরতে গিয়েছেন তারা। কিন্তু আজ সকালেও তাদের খবর না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ৯টার দিকে পেরির বিলে ভাসমান নৌকায় ঝলসানো অবস্থায় তাদের মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে- ওই দুই ব্যক্তি গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় বজ্রপাতে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।