1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

অবসর ভেঙে ব্রাজিল স্কোয়াডে ফিরলেন মার্তা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: প্যারিস অলিম্পিকসে মহিলা ফুটবলের ফাইনালে হৃদয় ভাঙা হার দিয়ে থমকে গিয়েছিল মার্তার অধ্যায়। তিনি অবসরের ঘোষণা করেছিলেন। ব্রাজিলের জার্সিতে আবার দেখা যাবে মার্তাকে। দুই মাস পরের কোপা আমেরিকার কথা ভেবে মঙ্গলবার ৩৯ বছর বয়সী সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত এই ফরোয়ার্ডকে ডেকে নিল ব্রাজিল ফুটবল ফেডারেশন।

২০২৭ বিশ্বকাপকে ভাবনায় রেখে বেশ কজন তরুণ ফুটবলারকেও দলে ডেকেছেন কোচ আর্তুর ইলিয়েস। তাদের জন্য ও দলের জন্য মার্তাকে এখনও জরুরি মনে করেন তিনি।

আর্তুর ইলিয়েস বলেন, মার্তার সঙ্গে সম্প্রতি দেখা হয়েছে আমার এবং তার সঙ্গে কথা বলেছি। এখনও যেমন সর্বোচ্চ পর্যায়ে খেলছে, এটা চালিয়ে যাওয়ার সময় সে জাতীয় দলকেও সহায়তা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, এই মৌসুমেও দারুণ ফর্মে আছে মার্তা এবং ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে ক্লাব যুক্তরাষ্ট্রের লিগ চ্যাম্পিয়ন। দলে ডাত পাওয়া তরুণদের জন্যও তার মতো একজনের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ।

আগামী ৩০ মে ও ২ জুন জাপানের সঙ্গে দেশের মাঠে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। পরে ২৭ জুন ফ্রান্সের সঙ্গেও খেলবে তারা। সেটির আগেই অবশ্য কোপা আমেরিকার দল ঘোষণা করতে হবে।

আগামী ১২ জুলাই থেকে ২ অগাস্ট একুয়েডরে অনুষ্ঠিত হবে নারী কোপা আমেরিকার দশম আসর। আগের ৯ বারের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। শুধু ২০০৬ আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট