বিনোদন ডেস্ক: ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বসেছে কানের ৭৮তম আসর। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে।এ অভিনেত্রী লাল কার্পেটেও হেঁটেছেন। এ সময় তার চোখে নীল রঙের আইশ্যাডো দেখা গেছে। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিশেল ছিল। এমন সাজেই উর্বশী ধরা দিয়েছিলেন কানের লাল গালিচায়।
উর্বশীর কানেও ছিল মানানসই দুল। ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার সেই চেষ্টা হিতের বিপরীত হয়েছে। উর্বশীর সাজ অনুরাগীদের মোটেই ভালো লাগেনি।
উর্বশীর এ অতিরিক্ত রূপসজ্জা দেখে নেটিজেনরা কটাক্ষ করেছেন। নেটিজেনদের কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেছেন। গত ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’। এটি আগামী ১০দিন চলবে।