অগ্নি টিভি প্রতিবেদক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।
সচিবালয়ের কর্মচারীরা সকাল ১০টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরির কক্ষে সমবেত হন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়েও এক জায়গায় জমায়েত হয়ে কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।
এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর জানান, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ এ কর্মসূচি পালন করেছে কর্মচারীরা। দাবি না মানলে প্রতিদিনই এ কর্মসূচি পালন করবেন তারা।