1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

বিএনপি গণতন্ত্রের লড়াইয়ে আছে: গয়েশ্বর

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

অগ্নি টিভি এইচডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ তাড়াতে পাড়লেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি (তারেক রহমান) দূরে থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। শুধু তাই নয়, চব্বিশের জুলাই—আগস্টে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপি সহযোগিতা করেছে।

গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সদ্য কারামুক্ত জাকির খানকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়াতে পেরেছি ঠিকই কিন্তু জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে’ উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ জন্যই বিএনপি এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, গণতন্ত্রের লড়াইয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত দিনে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। পতিত স্বৈরাচারের শাসনামলে ছাত্রদলের এই নেতা অনেক হামলা-মামলার শিকার হন।

জাকিরের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন বিএনপি নেতা গয়েশ্বর রায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট