1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : NEWS TV : NEWS TV
  3. info@www.agnitvhd.com : AGNI TV :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে ‘রাজি’ হামাস

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। হামাস এতে সম্মতি জানিয়েছে। গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। এতে ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথ তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী, দুই ধাপে ১০ জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে গাজায় ৭০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। ওই সময় ইসরায়েল নির্ধারিত কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

ইসরায়েল এখনো এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে হামাসের এই সম্মতিকে বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

তবে এর মধ্যেই গাজায় সহিংসতা ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে। রোববার গভীর রাতে গাজা সিটির দারাজ এলাকায় ফাহমি আল-জারজাওয়ি স্কুলে বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন শিশু ও বেশ কয়েকজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বিস্ফোরণের পর স্কুলটিতে আগুন ধরে যায়। সেখানে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয় এবং আগুনে বহু শিশু গুরুতর দগ্ধ হয়।

স্কুলের পাশেই বসবাসকারী রামি রফিক বলেন, “সর্বত্র আগুন জ্বলছিল। আমি দেখেছি, পুড়ে যাওয়া মৃতদেহ মাটিতে পড়ে আছে। সেই দৃশ্য দেখে আমার ছেলেটি অজ্ঞান হয়ে যায়।”

নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল-কাসিহ, তার স্ত্রী ও সন্তানরাও রয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে একে ‘পরিকল্পিত জাতিগত নিধন’ এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন’ বলা হয়েছে।

একই রাতে গাজার জাবালিয়া এলাকায় আব্দ রাব্বো পরিবারের বাড়িতে আরেকটি বিমান হামলায় নিহত হন ১৯ জন। এ তথ্য নিশ্চিত করেছেন আল-আহলি হাসপাতালের পরিচালক ডা. ফাদেল এল-নাইম।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় অন্তত ২০০টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে জাবালিয়ার আবাসিক এলাকা এবং গাজা সিটির উপকণ্ঠে বাস্তুচ্যুতদের তাবু, যেখানে ছয়জন নিহত হয়েছেন।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল। একই সঙ্গে নতুন স্থল অভিযানে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে আইডিএফ। সোমবার তারা ইন্দোনেশিয়া হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল ঘিরে ফেলে।

এমন প্রেক্ষাপটে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত এবং যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে স্পেন। মাদ্রিদে ইউরোপীয় ও আরব দেশগুলোর এক বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, “গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। যুদ্ধ থামাতেই হবে—এখনই।”

বৈঠকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, “ইসরায়েল যেন গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যা চালিয়ে যেতে না পারে, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট