অগ্নি টিভি প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত হয়ে পরে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হওয়া হাফেজ মোহাম্মদ হাসান-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।
শনিবার (২৪ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের অনুরোধক্রমে জানাজার নামাজে ইমামতি করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শহীদ হাসানের মায়ের ইচ্ছানুযায়ী তাকে ২৫ মে রোববার সকাল ৯টায় দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে।
এর আগে গত ৫ আগস্ট চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাফেজ হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে হাফেজ হাসানকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসান মৃত্যুবরণ করেন এ বীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।