1. agnitv778@gmail.com : AGNI TV : AGNI TV
  2. info@www.agnitvhd.com : AGNI TV :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ সরকার পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি সহজ করছে

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অগ্নিটিভি প্রতিবেদক: পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেছেন, ‘ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে।’ বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলেও মন্তব্য করেন তিনি।

গত শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেইন খান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে। এই জন্য বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে।

জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সংগঠনটির সাবেক সভাপতি আলি আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ হাইকমিশনার আরও জানান, আবেদনকারীরা যাতে আরও সহজে ভিসা পেতে পারেন সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট