অগ্নিটিভি প্রতিবেদক: বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কাকরাইল মোড়ে বাড়ছে জবি শিক্ষার্থীদের অবস্থান। বৃহস্পতিবার সকাল থেকেই বাসে করে আসছেন শিক্ষার্থীরা। এতে আন্দোলন আরও জোরদার হচ্ছে।
আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নির্দিষ্ট সময় পর পর একে একে কাকরাইল মোড়ে প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের বাস। শিক্ষার্থীরা নেমেই যোগ দিচ্ছেন আন্দোলনে। সহপাঠীদের আগমনের জয়ধ্বনি দিচ্ছেন অন্য শিক্ষার্থীরাও।
শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বলেন, সকাল থেকেও শিক্ষার্থীরা আন্দোলনের যোগ দেয়ার জন্য ক্যাম্পাসেএ বাসে করে আসছেন, আরো আসবেন। এছাড়া ঢাকার অন্যান্য জায়গা থেকেও শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন।
পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লংমার্চটি কাকরাইলে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তখন থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।